• Phone: +8801785-408231
  • Email: softtopit@gmail.com
  • Address: Dhaka, Bangladesh
    • Follow us on:

    Blogs > Blog Details

    News and Insights

    image

    স্কুলে নিজের ভুয়া নাম ব্যবহার করতেন কমলকন্যা শ্রুতি

    বাবা অভিনেতা কমল হাসান, মা অভিনেত্রী সারিকা। তাই চলচ্চিত্রজগতে পা রাখা খুব একটা কঠিন ছিল না শ্রুতির জন্য। মাত্র ছয় বছর বয়সে গায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। অভিনয়জগতেও শ্রুতির হাতেখড়ি হয় ছোটবেলায়। তবে আপাতত থিতু হয়েছেন অভিনয়েই। এ মুহূর্তে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে শ্রুতি প্রথম সারির নায়িকাদের একজন। আজ তাঁর জন্মদিন। এই দিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে জানা–অজানা কিছু তথ্য।

    ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। অভিনয় তাঁর রক্তে প্রবাহিত, দক্ষিণের দুই জনপ্রিয় তারকা কমল হাসান ও সারিকার সন্তান শ্রুতি হাসান।

    ছয় বছর বয়সেই শ্রুতি হাসান গান করেছিলেন বাবার একটি তামিল ছবিতে। বাবা কমল হাসানের ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে সংগীতশিল্পী হবে। তাই মেয়ের অভিনেত্রী হওয়ার আবদারটি প্রথমে মেনেই নিতে পারেননি ভারতের দক্ষিণি ছবির কয়েক যুগের জনপ্রিয় এই গুণী অভিনেতা
    ছয় বছর বয়সেই শ্রুতি হাসান গান করেছিলেন বাবার একটি তামিল ছবিতে। বাবা কমল হাসানের ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে সংগীতশিল্পী হবে। তাই মেয়ের অভিনেত্রী হওয়ার আবদারটি প্রথমে মেনেই নিতে পারেননি ভারতের দক্ষিণি ছবির কয়েক যুগের জনপ্রিয় এই গুণী অভিনেতা।
    বিভিন্ন সূত্রে জানা যায়, স্কুলে পড়াকালে নিজের ভুয়া নাম ব্যবহার করতেন শ্রুতি হাসান। তিনি যে জনপ্রিয় পরিবারের সন্তান, সে কথা প্রকাশ করতে চাইতেন না। পূজা রামচন্দ্রন নাম ব্যবহার করতেন স্কুলে
    বিভিন্ন সূত্রে জানা যায়, স্কুলে পড়াকালে নিজের ভুয়া নাম ব্যবহার করতেন শ্রুতি হাসান। তিনি যে জনপ্রিয় পরিবারের সন্তান, সে কথা প্রকাশ করতে চাইতেন না। পূজা রামচন্দ্রন নাম ব্যবহার করতেন স্কুলে।

    1 Comments:

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Alert: Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.