জন্মদিনে সদ্য প্রয়াত মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সায়নীর
আবেগঘন সায়নী লিখেছেন, ‘মা, আজ থেকে বত্রিশ বছর আগে ঠিক এই দিনে তুমি আমাকে ভূলোকের আলো দেখিয়েছিলে, বত্রিশ বছর পর আজ ঠিক একই দিনে তোমাকে আমি ব্রহ্মলোকের আলোক পথে এগিয়ে দিলাম। তোমার অসীম জ্ঞান, বুদ্ধিমত্তা, সকল জীবের প্রতি পরম স্নেহ, পরোপকারী মন, সরল স্বভাব, অতি সাধারণ জীবনযাপন, পরিবার পরিজনের প্রতি দায়িত্ববোধ, নিরলস কর্ম ও সংসার সাধনা, অপরিসীম সহ্যশক্তি, প্রাণ খুলে হাসার ক্ষমতা, আনন্দে থাকা ও আনন্দে রাখার ক্ষমতা আমাকে মন্ত্রমুগ্ধ করেছে বারবার। বছরের পর বছর শত মানসিক ও শারীরিক কষ্টকে উপেক্ষা করে হাসিমুখে লড়াই করে চলা, সত্যি এক সাধারণ মেয়ের অসাধারণ মা তুমি।
সায়নীর এই পোস্টে তাঁকে সমবেদনা জানানোর পাশাপাশি নেটিজেনরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সায়নীর মা সুদীপা ঘোষ। হাসপাতালে ভর্তি করানোও হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ১৫ জানুয়ারি প্রয়াত হন তিনি। মায়ের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে সেভাবে কখনোই কথা বলতে শোনা যায়নি সায়নীকে।
গত পঞ্চায়েত ভোটের সময় শুধু একবার দলের হয়ে প্রচারের কর্মসূচি বাতিল করার কারণ হিসেবে জানিয়েছিলেন মায়ের অসুস্থতার কথা। সেটা ছিল জুলাই মাস। তারপর ৬ মাস কেটে গেছে। সায়নীকে বহু সভাতেও দেখা গিয়েছিল। তবে সম্প্রতি কোনো কর্মসূচিতে যাচ্ছিলেন না। হয়তো মাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন। সামনেই লোকসভা ভোট। তৃণমূলের নেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব রয়েছে সায়নীর। হয়তো আবার রাজনীতির ময়দানে ব্যস্ত হয়ে পড়তে হবে তাঁকে।

Test Comment!